বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
শেবাচিমে আনসার কমান্ডার জসিম’র তৎপরতায় ডলার-জালনোটসহ আটক ১

শেবাচিমে আনসার কমান্ডার জসিম’র তৎপরতায় ডলার-জালনোটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :: আনসার কমান্ডার জসিম’র তৎপরতায় ডলার ও জালনোটসহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে জাল টাকা ও আমেরিকান ডলারসহ মিন্টু মিয়া নামক জনৈক ব্যক্তিকে আটক করে আনসার বাহিনী।

 

শনিবার (৩ ফেব্রুয়ারি)  অপরাহ্নে হাসপাতালের তৃতীয় তলায় সন্দেহভাজন ঘোরাঘুরি দেখে চল্লিশোর্ধ্ব মিন্টুকে আটকে উদ্যোগ নেয় প্লাটুন কমান্ডার জসিম উদ্দিন তালুকদারের নেতৃত্বধীন টিম। এসময় হাসপাতাল থেকে দৌড়ে পালানোর প্রাক্কালে তাকে ধাওয়া দিয়ে আটক করে আনসার সদস্যরা।

 

পরক্ষণে তাকে বাংলাদেশী জাল টাকা ও আমেরিকান ডলার উদ্ধারসহ ডিবি পুলিশে হস্তান্তর করে। আনসার সদস্যরা জানান, আটক মিন্টু মিয়ার বাড়ি বরগুনার আমতলী হলদিয়া গ্রামে হলেও তিনি বরিশালে দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করেছে আসছিলেন। ধারনা করা হচ্ছে, তিনি পূর্বের ন্যায় শনিবারও কাউকে জাল টাকা ও ডলার সরবরাহ করতে আসছেন।

 

কিন্তু  এর আগেই তাকে ধরতে সক্ষম হয়েছেন শেবাচিম হাসপাতাল আনসার ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন তালুকদার। আনসার কমান্ডার জসিম জানান, জনৈক মিন্টু নামক ব্যক্তিকে শনিবার বেলা ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় এলোমেলো ঘোরাঘুরি করতে দেখা যায়। দীর্ঘক্ষণ অবস্থান করতে দেখে তাকে সন্দেহ হয়।

 

একটাপর্যায়ে তাকে আনসার সদস্যরা ধরতে উদ্যোগী হলে তিনি তৃতীয় তলা থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুই আনসার সদস্য জাহিদুল ইসলাম এবং খোকন হাওলাদারের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বেশকিছু বাংলাদেশী জাল নোট ও আমেরিকান ডলার উদ্ধার করা হয়েছে। এবং নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে জাল নোট ও ডলারসহ হস্তান্তর করা হয়।

 

রাত ৮টার দিকে সর্বশেষ খবরে জানা গেছে, আটক মিন্টুকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে, জানিয়েছে ডিবি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban