রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র হত্যা ও একাধিক ডাকাতি মামলার আসামি সহিদ খান’কে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
হত্যা’সহ একাধিক ডাকাতি মামলার আসামি সহিদ হাওলাদার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের ইসমাইল খানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায় বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের ২নং ওয়ার্ডে রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনর নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসস্ত্র সহিদ খানকে গ্রেপ্তার করে।
এবিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, সহিদ খান ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে বিহারীপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।