বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
মুক্তিযোদ্ধা জাদুঘরে ছবিসহ নাম উল্লেখ থাকলেও স্বীকৃতি পাইনি আব্দুস সাত্তার

মুক্তিযোদ্ধা জাদুঘরে ছবিসহ নাম উল্লেখ থাকলেও স্বীকৃতি পাইনি আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক:: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়ার বাসিন্দা মৃত: মোঃ আব্দুস সাত্তার স্বাধীনতার ৫২ বছর পার হলেও এখনও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি।

জাহানারা বেগম জানান, আমার স্বামী মোঃ আব্দুস সাত্তার দিনাজপুর জেলা পুলিশ লাইনে যোগদান করেন। কনস্টেবল নং-৬৬৪। তিনি ইং ১৭/৭/১৯৬৮-তাং হইতে ১৯/২/১৯৭৫ পর্যন্ত দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। যাহা তাহার চাকুরীর খতিয়ান বহিতে লিপিবদ্ধ আছে।

দিনাজপুর জেলায় তাহার ব্রাস নং-৬৬৪। তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহন করিয়া গৈারবজ্জ্বল ভূমিকা পালন করিয়াছেন যাহা তাহার নিকট রক্ষিত হিলি সেক্টর কমান্ডার কর্তৃক পরিচয় পত্র নং-২১৯ ও টি,ছি,ছি নং ১৫/৭১ তারিখঃ ২৪/১২/৭১ ইং এবং মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা সংক্রান্ত বইয়ের ৪০৭ নং পাতায় লিপিবদ্ধ আছে। জয় বংলা পরিচয় পত্র নং-২১৯।

তিনি ”জাতির জনকেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বত:র্স্ফুত ও হয়ে নিজের জীবন বাজি রেখে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহন করেন”। দিনাজপুর পুলিশ লাইনে বেশ কয়েকজন সদস্য অস্ত্র গোলাবারুদসহ কাঞ্চন নদীর তীরে দুর্গ স্থাপন। ২৭ শে মার্চ ইপিআর পুলিশ বাহিনীর সাথে দিনাজপুর সার্কিট হাউসে অবস্থানরত পাকবাহিনীর উপর আক্রমন এবং সার্কিট হাউস দখল এবং ৫ এপ্রিল পর্যন্ত দিনাজপুর মুক্ত।

’পুনরায় ৫ এপ্রিল পাকবাহিনীর আক্রমনে দিনাজপুর শহরের পতন হলে ২০ জন পুলিশ সদস্যসহ খানপুর সীমান্তে অবস্থান পরিবর্তন’ হিলি এলাকায় ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান। ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর সাফায়েত জামিল ও ক্যাপ্টেন আনোয়ার হোসেন নেতৃত্বে ময়মনসিংহের দেওয়ানগঞ্জ ঘাট এবং সিলেটের বাঁশতলা ছাতক, তামাবিলসহ পাকসেনাদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ।

স্মরণীয় যুদ্ধে-সিলেট সালুটিগড় বিমানবন্দর আক্রমণে পাকসেনাদের আত্মসমর্পনে বাধ্যকরণ; পুলিশ সহযোদ্ধা কনস্টেবল আব্দুর রশীদ, কনস্টেবল ইদ্রিস আলী, কনস্টেবল আব্দুল লতিফ, কনস্টেবল গোবিন্দ লাল; স্বাধীনতার পর পুনরায় কর্মস্থলে যোগদান করেন। তার মুক্তিযুদ্ধে অংশগ্রহন, প্রশিক্ষন, দায়িত্ব পালন, সকল কাগজপত্র থাকা সত্ত্বেও নানা জটিলতার কারনে আবেদন করতে পারিনি।

পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরে ছবিসহ তার নাম উল্লেখ আছে। তিনি আরো জানান, সরকারের বিভিন্ন দপ্তরে সকল কাগজ পত্র পাঠানা হয়েছে ও বাছাই তালিকাতেও তার নাম লিপিবদ্ধ আছে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি। এ সব বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban