বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠিতে ১০০ শত গ্রাম
গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো, শাওন খান (৩৩) পিতা মৃত ইউসুফ আলী খান। এ বিষয়ে ডিবি পুলিশের (ওসি) সেলিম উদ্দিন বলেন, জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।