বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের তৎপরতায় তিনি এই ফাড়িতে যোগদানের এখন পর্যন্ত একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৭ আগষ্ট) রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটের দিকে ১০নং ওয়ার্ডস্থ ভাটারখাল ঈদগাহ মাঠের পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী ওসির দিক নির্দেশনা মোতাবেক অভিযান চালিয়ে ০১ কেজি গাঁজা সহ একজন আটক করেন।
আটককৃত আসামী বাকেরগঞ্জ উপজেলার কানকি গ্ৰামের মৃত আবু হাওলাদার ছেলে রুবেল হাওলাদার (৩৫)।তবে সূত্রে জানা যায়, রুবেল দীর্ঘদিন যাবত বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় বসবাস করে মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে আরো পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন জানান, কোতয়ালী মডেল থানার ওসি স্যারের দিকনির্দেশনার মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মাদকের হটস্পট খ্যাত কেডিসি কলোনিতে আগের চেয়ে অনেকটাই মাদক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।