রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :: অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বরিশালেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর বরিশাল এর আয়োজনে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাছের পোনা অবমুক্তকরণ, বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক স্থানীয় সরকার বরিশাল বিভাগ খন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, উপ–পুলিশ কমিশনার (উত্তর) সদর দপ্তর মেট্রোপলিটন পুলিশ সুশান্ত সরকার, পিপিএম সেবা, উপ প্রকল্প পরিচালক, মৎস্য দপ্তর বরিশাল বিভাগ আজাহারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি দাসসহ মৎস্য কর্মকতার ও মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুরুতে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। র‍্যালি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

 

সভায় বক্তারা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

 

এসময় বক্তারা বলেন,“মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। অভয়াশ্রম গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশীয় মাছের স্বাদ পায়। একইসাথে সুষ্ঠুভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণ নিশ্চিত করতে হবে।”

 

পরে বরিশাল জেলায় ১০ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban