শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সাল সহ পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এক শোক বার্তায় প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সাল বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মানুষের মতো দৈনিক আজকের সুন্দরবন পরিবারের সদস্যরাও গভীরভাবে শোকাহত। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।