বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন:: ভোলার বোরহানউদ্দিনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চার হাজার বিভিন্ন রকমের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) বিকেল ৩ টায় বোরহানউদ্দিন পূর্ব বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বোরহানউদ্দিন শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সদস্যদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ বোরহানউদ্দিন শাখা প্রধান মো: আমিন-উর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান উজ্জামান।
আরও উপস্থিত ছিলেন ম্যানেজার অপারেশন্স মো: খায়রুল আনাম খান, প্রকল্প কর্মকর্তা মো: মিজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বৃক্ষরোপণ ও বৃক্ষের উপকারীতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া সদস্যদের মধ্য থেকে মোসা: রোকসানা পারভীন ও মোসা: শিরিনা আক্তার ব্যাংকের এই মহতি উদ্যোগকে স্বাগত জানায়।
অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে প্রধান অতিথি বিভিন্ন রকমের ফলদ, বনজ,ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান।