বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
উত্তম দাস, বাকেরগঞ্জ:: বরিশালের বাকেরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের ও বিজয় মুক্ত মঞ্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) বাকেরগঞ্জ জেএ ইউ মডেল হাইস্কুল মাঠে দুপুর ১২ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
বাকেরগঞ্জ থানার ওসি মো: আফজাল হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিকতা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আ রাজ্জাক খান,মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নজরুল ইসলাম খান, ফারুক মল্লিক, রাজু ইসলাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।