রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
কুয়াকাটায় পর্যটকদের মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

কুয়াকাটায় পর্যটকদের মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করেছে টুরিস্ট পুলিশ।

শনিবার সন্ধ্যায় পৌর শহরের আনন্দ বাড়ি গেস্ট হাউজের সামনে এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পর্যটক সাব্বির হোসেন মহিপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করেন।

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিপুরের বাসিন্দা মো. বাইজিদ ও তানভির ওরফে শান্ত। তাদের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। কুয়াকাটা টুরিস্ট পুলিশের পরিদর্শক (ওসি) হাসনাইন পারভেজ জানান, শনিবার সন্ধ্যায় আনন্দ বাড়ি গেস্ট হাউজের সামনে কয়েকজন নারী ও পুরুষ পর্যটকের পথরোধ করে ওই সংঘবদ্ধ গ্রুপের সদস্যরা।

এসময় তারা পর্যটকদের মারধর করে সাথে থাকা ১৩ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পর্যটকরা বিষয়টি টুরিস্ট পুলিশের অভিযোগ কক্ষে জানালে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের পলাতক অপর সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban