বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
মাদারীপুরে ৩ জনকে হত্যা: র‍্যাব-৮’র হাতে প্রধান আসামিসহ গ্রেফতার ২

মাদারীপুরে ৩ জনকে হত্যা: র‍্যাব-৮’র হাতে প্রধান আসামিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:: অবৈধ বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পুরানো শত্রুতার জের ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামে দুই ভাইসহ তিনজনকে হত্যার ঘটনার প্রধান আসামি হোসেন সরদারসহ (৬০) দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১২ মার্চ) সকালে ঢাকার আশুলিয়া থানার চিত্রাশাইল এলাকার কাঁঠালতলা জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮’র একটি দল। দুপুরে র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।গ্রেপ্তার হোসেন খোয়াজপুর এলাকার মৃত আছমত আলী সরদারের ছেলে। অন্যজন শরিয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে হাছেন সরদারের ছেলে সুমন সরদারকে (৩৩)।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আশুলিয়ার কাঁঠালতলা জামে মসজিদে আত্মগোপন করে থাকা চাঞ্চল্যকর তিন খুনের প্রধান আসামি হোসেনকে গ্রেপ্তার করা হয়। এদিকে একই মামলায় পৃথক অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ মার্চ গ্রেপ্তার হোসেন সরদারের নেতৃত্বে এজাহারনামীয় ৪৯ জন এবং অজ্ঞাতনামা ৮০-৯০ জন আসামি পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়।

এ সময় সাইফুল ও তার দুই ভাই প্রাণ বাঁচাতে সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তখন হোসেন সরদারের নির্দেশনায় অন্য আসামিরা মসজিদে ঢুকে সাইফুল সরদার (৩৫) ও তার ভাই আতাউর সরদারকে (৪০) কুপিয়ে হত্যা করে।

পাশাপাশি আরও কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় চাচাতো ভাই পলাশ সরদার (১৫) মারা যান। এছাড়া হামলার সময় আসামিরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট করে। ওইদিন রাতে নিহত সাইফুলের মা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban