শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার ঝালকাঠি-২ আসনে বিএনপির ইলেন ভুট্টো মাঠে জনপ্রিয়তার শীর্ষে ইসলামী দলের সিরাজী বরিশালে জনপ্রিয় ছাত্রদল নেতা সাকিবুল হক রাসেল
মাদারীপুরে ৩ জনকে হত্যা: র‍্যাব-৮’র হাতে প্রধান আসামিসহ গ্রেফতার ২

মাদারীপুরে ৩ জনকে হত্যা: র‍্যাব-৮’র হাতে প্রধান আসামিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:: অবৈধ বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পুরানো শত্রুতার জের ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামে দুই ভাইসহ তিনজনকে হত্যার ঘটনার প্রধান আসামি হোসেন সরদারসহ (৬০) দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১২ মার্চ) সকালে ঢাকার আশুলিয়া থানার চিত্রাশাইল এলাকার কাঁঠালতলা জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮’র একটি দল। দুপুরে র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।গ্রেপ্তার হোসেন খোয়াজপুর এলাকার মৃত আছমত আলী সরদারের ছেলে। অন্যজন শরিয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে হাছেন সরদারের ছেলে সুমন সরদারকে (৩৩)।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আশুলিয়ার কাঁঠালতলা জামে মসজিদে আত্মগোপন করে থাকা চাঞ্চল্যকর তিন খুনের প্রধান আসামি হোসেনকে গ্রেপ্তার করা হয়। এদিকে একই মামলায় পৃথক অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ মার্চ গ্রেপ্তার হোসেন সরদারের নেতৃত্বে এজাহারনামীয় ৪৯ জন এবং অজ্ঞাতনামা ৮০-৯০ জন আসামি পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়।

এ সময় সাইফুল ও তার দুই ভাই প্রাণ বাঁচাতে সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তখন হোসেন সরদারের নির্দেশনায় অন্য আসামিরা মসজিদে ঢুকে সাইফুল সরদার (৩৫) ও তার ভাই আতাউর সরদারকে (৪০) কুপিয়ে হত্যা করে।

পাশাপাশি আরও কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় চাচাতো ভাই পলাশ সরদার (১৫) মারা যান। এছাড়া হামলার সময় আসামিরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট করে। ওইদিন রাতে নিহত সাইফুলের মা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban