রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: সরকারী নিবন্ধন প্রাপ্ত দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন তালাশ বিডি এর প্রতিষ্ঠা বার্ষিকী বরিশাল অফিসে পালন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর হোটেল চারুতে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা প্রদান, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক, কলামিস্ট ও সাংবাদিকদের ৩৫ সংগঠন নিয়ে গঠিত বরিশাল সাংবাদিক জোটের প্রধান উপদেষ্টা আলম রায়হান। প্রধান অতিথি ছিলেন সাংবাদিকদের ৩৫ সংগঠন নিয়ে গঠিত বরিশাল সাংবাদিক জোটের সম্বন্নয়ক ও বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল টাইমস এর সম্পাদক হাসিবুল ইসলাম, এসএ টিভির ব্যুরো চিফ মুজিব ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালাশ বিডির ব্যুরো চিফ আসলাম খান। এছাড়া বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার অর্ধ শতাধিক সংবাদিকরা উপস্থিত ছিলেন।