নিজস্ব প্রতিবেদক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল বরিশাল জেলা দক্ষিণ শাখার নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান রিজভী তরুণদের ভূমিকা ও দলীয় লক্ষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
তরুণদলের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন— “বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের মূল লক্ষ্য হলো—দেশপ্রেমে উদ্বুদ্ধ তারুণ্য গড়ে তোলা, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। এই দল তরুণ সমাজের রাজনৈতিক চেতনা জাগিয়ে তুলে জাতিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে চায়।” তিনি আরও বলেন— “বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তরুণ সমাজকে সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা দেওয়া। জাতীয়তাবাদী তরুণদল চায়—একটি সুসংগঠিত, সুশৃঙ্খল এবং আদর্শিক তরুণ নেতৃত্ব তৈরি করতে, যারা গণতন্ত্র ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মাঠে থাকবে।”তিনি উল্লেখ করেন, নতুন কমিটি এ লক্ষ্য বাস্তবায়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে— তরুণ ভোটারদের সচেতন ও সংগঠিত করা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ রাজপথে বিএনপির সকল আন্দোলনে সক্রিয় উপস্থিতি সামাজিক মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রচার মো. রিজভী আশা প্রকাশ করেন, “এই নতুন কমিটি বরিশাল দক্ষিণ জেলায় তরুণদলকে আরও সুসংগঠিত ও জনসম্পৃক্ত একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করবে।”
উল্লেখ্য: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল দেশের অন্যতম বৃহৎ তরুন সংগঠন, যারা বিএনপির অঙ্গসংগঠন হিসেবে কাজ করে থাকে। দলটি তারুণ্যের শক্তিকে জাতীয়তাবাদী আদর্শে সংগঠিত করে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।