বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
“জাতীয়তাবাদী তরুণদলের মূল লক্ষ্য দেশপ্রেমে উদ্বুদ্ধ তারুণ্য গড়ে তোলা” – কামরুল হাসান রিজভী

“জাতীয়তাবাদী তরুণদলের মূল লক্ষ্য দেশপ্রেমে উদ্বুদ্ধ তারুণ্য গড়ে তোলা” – কামরুল হাসান রিজভী

নিজস্ব প্রতিবেদক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল বরিশাল জেলা দক্ষিণ শাখার নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান রিজভী তরুণদের ভূমিকা ও দলীয় লক্ষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
তরুণদলের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন— “বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের মূল লক্ষ্য হলো—দেশপ্রেমে উদ্বুদ্ধ তারুণ্য গড়ে তোলা, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। এই দল তরুণ সমাজের রাজনৈতিক চেতনা জাগিয়ে তুলে জাতিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে চায়।” তিনি আরও বলেন— “বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তরুণ সমাজকে সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা দেওয়া। জাতীয়তাবাদী তরুণদল চায়—একটি সুসংগঠিত, সুশৃঙ্খল এবং আদর্শিক তরুণ নেতৃত্ব তৈরি করতে, যারা গণতন্ত্র ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মাঠে থাকবে।”তিনি উল্লেখ করেন, নতুন কমিটি এ লক্ষ্য বাস্তবায়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে— তরুণ ভোটারদের সচেতন ও সংগঠিত করা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ রাজপথে বিএনপির সকল আন্দোলনে সক্রিয় উপস্থিতি সামাজিক মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রচার মো. রিজভী আশা প্রকাশ করেন, “এই নতুন কমিটি বরিশাল দক্ষিণ জেলায় তরুণদলকে আরও সুসংগঠিত ও জনসম্পৃক্ত একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করবে।”
 উল্লেখ্য: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল দেশের অন্যতম বৃহৎ তরুন সংগঠন, যারা বিএনপির অঙ্গসংগঠন হিসেবে কাজ করে থাকে। দলটি তারুণ্যের শক্তিকে জাতীয়তাবাদী আদর্শে সংগঠিত করে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban