বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যারা। নির্বাচিত ব্যক্তিরা হলেন: ১নং ওয়ার্ড কাউন্সিলঃ আউয়াল মোল্লা। ২নং ওয়ার্ড কাউন্সিলঃ মুন্না হাওলাদার। ৩নং ওয়ার্ড কাউন্সিলঃ হাবিবুর রহমান ফারুক। ৪ নং ওয়ার্ড কাউন্সিলঃ সৈয়দ আবিদ। ৫নং ওয়ার্ড কাউন্সিলঃ কেফায়েত হোসেন রনি। ৬নং ওয়ার্ড কাউন্সিলঃ খান মোঃ জামাল হোসেন। ৭নং ওয়ার্ড কাউন্সিলঃ রফিকুল ইসলাম খোকন। ৮নং ওয়ার্ড কাউন্সিলঃ সেলিম হাওলাদার। ৯নং ওয়ার্ড কাউন্সিলঃ লিংকু। ১০নং ওয়ার্ড কাউন্সিলঃ জয়নাল আবেদীন।

১১নং ওয়ার্ড কাউন্সিলঃ মজিবর রহমান। ১২নং ওয়ার্ড কাউন্সিলঃ রয়েল। ১৩নং ওয়ার্ড কাউন্সিলঃ মেহেদী পারভেজ খান আবির। ১৪নং ওয়ার্ড কাউন্সিলঃ শাকিক হোসেন পলাশ। ১৫নং ওয়ার্ড কাউন্সিলঃ সামজিদুল কবির বাবু। ১৬নং ওয়ার্ড কাউন্সিলঃ শাহিন সিকদার। ১৭নং ওয়ার্ড কাউন্সিলঃ আক্তারুজ্জামান হিরু। ১৮নং ওয়ার্ড কাউন্সিলঃ মাসুম হাওলাদার। ১৯নং ওয়ার্ড কাউন্সিলঃ গাজী নঈমুল হোসেন লিটু। ২০নং ওয়ার্ড কাউন্সিলঃ জিয়াউর রহমান বিপ্লব।

২১নং ওয়ার্ড কাউন্সিলঃ সাইদ আহমেদ মান্না। ২২নং ওয়ার্ড কাউন্সিলঃ আনিছুর রহমান দুলাল। ২৩নং ওয়ার্ড কাউন্সিলঃ এনামুল হক বাহার। ২৪নং ওয়ার্ড কাউন্সিলঃ ফিরোজ আহমেদ। ২৫নং ওয়ার্ড কাউন্সিলঃ সুলতান মাহমুদ। ২৬নং ওয়ার্ড কাউন্সিলঃ হুমায়ুন কবির। ২৭নং ওয়ার্ড কাউন্সিলঃ মনিরুজ্জামান তালুকদার। ২৮নং ওয়ার্ড কাউন্সিলঃ হুমায়ুন কবির। ২৯নং ওয়ার্ড কাউন্সিলঃ ইমরান মোল্লা। ৩০নং ওয়ার্ড কাউন্সিলঃ শাহিন হাওলাদার।

সংরক্ষিত আসনের কাউন্সিলঃ ১,২ ও ৩ মহিলা কাউন্সিলঃ ডালিয়া পারভীন। ৪,৫ ও ৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ আলম তাজ বেগম। ৭,৮ ও ৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ কোহিনুর বেগম। ১০,১১ ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ আয়শা তৌহিদ লুনা। ১৩,১৪ ও ১৫ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ লাভলী বেগম। ১৬,১৭ ও ১৮ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ মজিদা বোরহান ১৯,২০ ও ২১ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ শীলা আক্তার। ২২,২৩ ও ২৭ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ রেশমি বেগম। ২৪,২৫,২৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ সেলিনা বেগম। ২৮,২৯ ও ৩০ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ রাশিদা পারভিন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban