রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যারা। নির্বাচিত ব্যক্তিরা হলেন: ১নং ওয়ার্ড কাউন্সিলঃ আউয়াল মোল্লা। ২নং ওয়ার্ড কাউন্সিলঃ মুন্না হাওলাদার। ৩নং ওয়ার্ড কাউন্সিলঃ হাবিবুর রহমান ফারুক। ৪ নং ওয়ার্ড কাউন্সিলঃ সৈয়দ আবিদ। ৫নং ওয়ার্ড কাউন্সিলঃ কেফায়েত হোসেন রনি। ৬নং ওয়ার্ড কাউন্সিলঃ খান মোঃ জামাল হোসেন। ৭নং ওয়ার্ড কাউন্সিলঃ রফিকুল ইসলাম খোকন। ৮নং ওয়ার্ড কাউন্সিলঃ সেলিম হাওলাদার। ৯নং ওয়ার্ড কাউন্সিলঃ লিংকু। ১০নং ওয়ার্ড কাউন্সিলঃ জয়নাল আবেদীন।

১১নং ওয়ার্ড কাউন্সিলঃ মজিবর রহমান। ১২নং ওয়ার্ড কাউন্সিলঃ রয়েল। ১৩নং ওয়ার্ড কাউন্সিলঃ মেহেদী পারভেজ খান আবির। ১৪নং ওয়ার্ড কাউন্সিলঃ শাকিক হোসেন পলাশ। ১৫নং ওয়ার্ড কাউন্সিলঃ সামজিদুল কবির বাবু। ১৬নং ওয়ার্ড কাউন্সিলঃ শাহিন সিকদার। ১৭নং ওয়ার্ড কাউন্সিলঃ আক্তারুজ্জামান হিরু। ১৮নং ওয়ার্ড কাউন্সিলঃ মাসুম হাওলাদার। ১৯নং ওয়ার্ড কাউন্সিলঃ গাজী নঈমুল হোসেন লিটু। ২০নং ওয়ার্ড কাউন্সিলঃ জিয়াউর রহমান বিপ্লব।

২১নং ওয়ার্ড কাউন্সিলঃ সাইদ আহমেদ মান্না। ২২নং ওয়ার্ড কাউন্সিলঃ আনিছুর রহমান দুলাল। ২৩নং ওয়ার্ড কাউন্সিলঃ এনামুল হক বাহার। ২৪নং ওয়ার্ড কাউন্সিলঃ ফিরোজ আহমেদ। ২৫নং ওয়ার্ড কাউন্সিলঃ সুলতান মাহমুদ। ২৬নং ওয়ার্ড কাউন্সিলঃ হুমায়ুন কবির। ২৭নং ওয়ার্ড কাউন্সিলঃ মনিরুজ্জামান তালুকদার। ২৮নং ওয়ার্ড কাউন্সিলঃ হুমায়ুন কবির। ২৯নং ওয়ার্ড কাউন্সিলঃ ইমরান মোল্লা। ৩০নং ওয়ার্ড কাউন্সিলঃ শাহিন হাওলাদার।

সংরক্ষিত আসনের কাউন্সিলঃ ১,২ ও ৩ মহিলা কাউন্সিলঃ ডালিয়া পারভীন। ৪,৫ ও ৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ আলম তাজ বেগম। ৭,৮ ও ৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ কোহিনুর বেগম। ১০,১১ ও ১২ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ আয়শা তৌহিদ লুনা। ১৩,১৪ ও ১৫ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ লাভলী বেগম। ১৬,১৭ ও ১৮ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ মজিদা বোরহান ১৯,২০ ও ২১ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ শীলা আক্তার। ২২,২৩ ও ২৭ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ রেশমি বেগম। ২৪,২৫,২৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ সেলিনা বেগম। ২৮,২৯ ও ৩০ সংরক্ষিত মহিলা কাউন্সিলঃ রাশিদা পারভিন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban