বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
ববি শিক্ষক সমিতির সভাপতি বাতেন-সম্পাদক আবীর

ববি শিক্ষক সমিতির সভাপতি বাতেন-সম্পাদক আবীর

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল বাতেন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। সন্ধ্যা সাড়ে ৬ টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন রিমি। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান।

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর কায়ছার, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক সুজন চন্দ্র পাল-

পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসিব, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রাণী বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban