বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত এলাকাগুলো এখন সাধারণ মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠেছে। আর এসব সম্ভব হয়েছে চৌকস পুলিশ কর্মকর্তা আফজাল হোসেনের কারণেই। তিনি বাকেরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই পাল্টে গেছে উপজেলার চিত্র। উপজেলা এখন প্রায়ই শতভাগ অপরাধ মুক্ত এলাকা বলা যায়।
অফিসার্স ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের এমন সফলতায় খুশি বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষ। এপ্রিল ২০২৪ অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানার ‘ওসি’ আফজাল হোসেন।
মানবিক পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকল পুলিশ সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ গোলাম মোস্তফা, এস আই আঃ কাইয়ুম ও থানায় কর্মরত সকল এস আই, এ এস আই’সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন যেন আমৃত্যু সাধারণ মানুষের পাশে থেকে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারেন।