বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
পিরোজপুরে মহাসড়কের দুপাশের ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরে মহাসড়কের দুপাশের ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরে বরিশাল-খুলনা মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক বিভাগ। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশের এলাকায় চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয় বুলডোজার দিয়ে।

জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়; একটানা চলে বিকেল পর্যন্ত। মহাসড়কের দু’পাশে দখলমুক্ত করে প্রশস্ত করার আহ্বান সাধারণ মানুষের।

তিনি আরও জানান, জেলার সড়ক বিভাগের অধীনে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশে এলাকায় সড়কের দু’পাশ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন যুগ্মসচিব আব্দুল লতিফ খান, সড়ক ও জনপদ বিভাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন: পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban