বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন একসময় ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তবে সময়ের পরিবর্তনে এখন তিনি ছাত্রদলের ব্যানারে নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং জড়িয়ে পড়েছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে।
মোশাররফের এসব কর্মকাণ্ডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা মনে করেন এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। জানাযায়, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদেক আবদুল্লার বিশ্ববিদ্যালয়ে ঘনিষ্ঠ অনুসারী হিসেবে “নাবীদ-মোশাররফ” নামে একটি গ্রুপ পরিচালনা করতেন মোশাররফ।
তার কণ্ঠে শোনা যেত “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান, যার প্রমাণ ভিডিও আকারে প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। কিন্তু সময়ের পরিক্রমায় তিনি এখন ছাত্রদলের নেতা পরিচয়ে দিয়ে বিভিন্ন জাগায় নানা অপকর্মে যুক্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
সম্প্রতি গৌরনদী থেকে ঘুরতে আসা এক হিন্দু মেয়ের কাছ থেকে ৭ হাজার টাকা ও মুসলিম ছেলেকে আটকে রেখে ১৫ হাজার টাকা আত্মসাৎতের অভিযোগ পাওয়া যায় মোশাররফের বিরুদ্ধে।এছাড়া, দপদপিয়া ব্রিজ এলাকায় চেয়ারম্যান পরিবহনের একটি বাস (নাম্বার: ১৪৯৫৪৭) আটক করে ড্রাইভারকে মারধর এবং তার লাইসেন্স জব্দ করেন মোশাররফ। এরপর বাসের সুপারভাইজার মাইদুলের কাছে ছদ্মনামে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং স্থানীয়রা এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা আশা করছেন, এসব অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।