বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
শেবাচিমে আলাদা মেডিসিন ভবন করাতে রোগী’সহ স্বজনদের দুর্ভোগ কমেছে

শেবাচিমে আলাদা মেডিসিন ভবন করাতে রোগী’সহ স্বজনদের দুর্ভোগ কমেছে

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা মেডিসিন ভবন করার কারণে রোগী ও স্বজনদের দুর্ভোগ কমছে বহুগুনে। মেডিসিন ভবন আলাদা করার ফলে রোগীদের জন্য একটি নির্দিষ্ট স্থানে চিকিৎসা সেবা পাওয়া সহজ হয়েছে এবং এতে করে চিকিৎসা ব্যবস্থাপনার উন্নতি হয়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন ভবনে মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের পর রোগীদের কিছু সমস্যা দেখা দিলেও, সামগ্রিকভাবে আলাদা ভবন ও ওয়ার্ডের কারণে রোগীদের সুবিধা হয়েছে। পুরনো ভবনে মেডিসিন ওয়ার্ডে রোগীদের স্থান সংকুলান এবং অন্যান্য সমস্যার কারণেই দুর্ভোগ পোহাতে হতো। নতুন ভবনে স্থানান্তরের ফলে সেই সমস্যাগুলো কমেছে।

 

এছাড়াওমেডিসিন ওয়ার্ড আলাদা করার ফলে: রোগীদের জন্য একটি নির্দিষ্ট স্থানে চিকিৎসা সেবা পাওয়া সহজ হয়েছে। চিকিৎসা ব্যবস্থাপনার উন্নতি হয়েছে রোগীদের দুর্ভোগের পাশাপাশি।

 

রহিম নামের এক রোগী জানান পূর্বে রোগীদের ওয়ার্ডের অভাবে মেঝে বা বারান্দায় থাকতে হতো, যা তাদের কষ্ট বাড়াতো। নতুন ইউনিট তৈরি করে রোগীদের জন্য একটি নির্দিষ্ট স্থান নিশ্চিত করা হয়েছে। যা তাদের আরামদায়ক পরিবেশে চিকিৎসা নিতে সাহায্য করে। এছাড়াও, ওয়ার্ডে পর্যাপ্ত বেড থাকার কারণে রোগীদের ভিড় কমানো সম্ভব, এবং ডাক্তার ও নার্সদের পক্ষে রোগীদের ভালোভাবে পর্যবেক্ষণ করা সহজ হয়। এছাড়াও চিকিৎসকরাও রোগীদের একটি নির্দিষ্ট স্থানে পেয়ে চিকিৎসা প্রদানে সুবিধা পাচ্ছেন।

 

তবে নতুন ওয়ার্ডে আলো-বাতাস এবং শৌচাগারের মতো কিছু সমস্যা এখনো রয়েছে। যা কর্তৃপক্ষ খুব দ্রুত সমাধান করলে হাজার হাজার মানুষের ভোগান্তি দূর হয়ে শান্তির প্রতীক মিলবে ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban