রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
শেবাচিমে আলাদা মেডিসিন ভবন করাতে রোগী’সহ স্বজনদের দুর্ভোগ কমেছে

শেবাচিমে আলাদা মেডিসিন ভবন করাতে রোগী’সহ স্বজনদের দুর্ভোগ কমেছে

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা মেডিসিন ভবন করার কারণে রোগী ও স্বজনদের দুর্ভোগ কমছে বহুগুনে। মেডিসিন ভবন আলাদা করার ফলে রোগীদের জন্য একটি নির্দিষ্ট স্থানে চিকিৎসা সেবা পাওয়া সহজ হয়েছে এবং এতে করে চিকিৎসা ব্যবস্থাপনার উন্নতি হয়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন ভবনে মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের পর রোগীদের কিছু সমস্যা দেখা দিলেও, সামগ্রিকভাবে আলাদা ভবন ও ওয়ার্ডের কারণে রোগীদের সুবিধা হয়েছে। পুরনো ভবনে মেডিসিন ওয়ার্ডে রোগীদের স্থান সংকুলান এবং অন্যান্য সমস্যার কারণেই দুর্ভোগ পোহাতে হতো। নতুন ভবনে স্থানান্তরের ফলে সেই সমস্যাগুলো কমেছে।

 

এছাড়াওমেডিসিন ওয়ার্ড আলাদা করার ফলে: রোগীদের জন্য একটি নির্দিষ্ট স্থানে চিকিৎসা সেবা পাওয়া সহজ হয়েছে। চিকিৎসা ব্যবস্থাপনার উন্নতি হয়েছে রোগীদের দুর্ভোগের পাশাপাশি।

 

রহিম নামের এক রোগী জানান পূর্বে রোগীদের ওয়ার্ডের অভাবে মেঝে বা বারান্দায় থাকতে হতো, যা তাদের কষ্ট বাড়াতো। নতুন ইউনিট তৈরি করে রোগীদের জন্য একটি নির্দিষ্ট স্থান নিশ্চিত করা হয়েছে। যা তাদের আরামদায়ক পরিবেশে চিকিৎসা নিতে সাহায্য করে। এছাড়াও, ওয়ার্ডে পর্যাপ্ত বেড থাকার কারণে রোগীদের ভিড় কমানো সম্ভব, এবং ডাক্তার ও নার্সদের পক্ষে রোগীদের ভালোভাবে পর্যবেক্ষণ করা সহজ হয়। এছাড়াও চিকিৎসকরাও রোগীদের একটি নির্দিষ্ট স্থানে পেয়ে চিকিৎসা প্রদানে সুবিধা পাচ্ছেন।

 

তবে নতুন ওয়ার্ডে আলো-বাতাস এবং শৌচাগারের মতো কিছু সমস্যা এখনো রয়েছে। যা কর্তৃপক্ষ খুব দ্রুত সমাধান করলে হাজার হাজার মানুষের ভোগান্তি দূর হয়ে শান্তির প্রতীক মিলবে ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban