বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
বরিশালে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির তৎপরতায় মাদকসহ আটক -৩ 

বরিশালে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির তৎপরতায় মাদকসহ আটক -৩ 

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার আওতাধীন অন্যতম গুরুত্বপূর্ণ স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি আর প্রায় দুই মাস পূর্বে এখানে ইনচার্জ হিসেবে যোগদান করেন এসআই গোলাম মোঃ নাসিম হোসেন।
তিনি এই ফাড়িতে যোগদানের পরে এখন পর্যন্ত একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার ৩০ জুলাই রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের দিকে পোর্টরোডের হোটেল সিকদারের সামনে পাকা রাস্তার উপর ও বরিশাল লঞ্চঘাটের ২ নং গেইটের প্রবেশমুখে রাস্তার উপর থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত আসামী পটুয়াখালী জেলার ছোট বিগাই ইউনিয়নের দেলোয়ার হাওলাদার ছেলে মোঃ নাইম হাওলাদার ও সুনামগঞ্জ জেলার ছাতক ইউনিয়নের শাহাদত আলীর ছেলে হৃদয়‌ এবং পটুয়াখালীর মহিপুর থানার আলিপুর গ্রামের এইচ এম গাফফারের মোঃ সাইফুল ইসলাম সুমন।এসময় ২৫০ পুরিয়ায় ১কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রিত ৩,৪০০/- টাকা উদ্ধার করা হয়।
তবে সূত্রে জানা যায়, এরা দীর্ঘদিন যাবত বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া বাসায় বসবাস করে মাদক ব্যবসা করে আসছেন। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক কোতয়ালী মডেল থানার ওসি স্যারের দিকনির্দেশনার মোতাবেক সর্বদা অবরোধ নিয়ন্ত্রণে তৎপর রয়েছে এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মাদকের হটস্পট খ্যাত কেডিসি কলোনিতে আগের চেয়ে অনেকটাই মাদক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban