রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
বরিশালে তরুণদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও জেলা কমিটির আলোচনা সভা

বরিশালে তরুণদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও জেলা কমিটির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বরিশাল জেলা দক্ষিণ শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৮ আগস্ট) বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।

 

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আদর্শিকভাবে গড়ে ওঠার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তরুণদল বরিশাল জেলা দক্ষিণ শাখার নবনির্বাচিত সভাপতি আকরাম হোসেন শিবলু।সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিজান হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক – মনির হোসেন এবং পনি এস হাসান।এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্বের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয় এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

 

 

এছাড়াও তরুণদেরকে বিএনপির রাজনীতিতে আরও সক্রিয় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয় এবং আগামীর গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানে বরিশাল জেলা ও উপজেলার বিপুল সংখ্যক তরুণ নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা প্রমাণ করে তরুণদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রগাঢ় অবস্থান।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban