বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের তৎপরতায় এক জনকে আটক করা হয়েছে।
সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী কোতয়ালী মডেল থানার ওসির দিক নির্দেশনা মোতাবেক রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বিসিসির ০৯ ওয়ার্ডস্থ পোর্ট রোডে অবস্থিত হোটেল রোদেলায় এসআই গোলাম মোঃ নাসিম হোসেন , এএসআই আবদুল কাইয়ুম, এএসআই মহিউদ্দিন, এএসআই আমিনুল ইসলাম, এটিএসআই মাহাবুবুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে একটি টিম অভিযান পরিচালনা করে ২১ পিস ইয়াবাসহ পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া গ্ৰামের মোঃ মজিবুর রহমানের ছেলে মেহেদী হাসান কে আটক করা হয়।
তবে অপর একটি সূত্রে জানা যায়, আটক মেহেদী হাসান দীর্ঘদিন যাবত বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন জানান, কোতয়ালী মডেল থানার ওসি স্যারের দিকনির্দেশনার মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।