বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান

ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান

নিজস্ব প্রতিবেদক :: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী হাওয়া ইতিমধ্যেই শহর থেকে গ্রামে বয়ে চলেছে। দক্ষিণের জেলা ঝালকাঠি‑১ আসন । এই আসনটি রাজাপুর ও কাঁঠালিয়া দুইটি উপজেলা নিয়ে গঠিত। ইতিমধ্যেই এখানে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান তসলিম খান শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। দ্বারে দ্বারে গিয়ে তিনি তার নির্বাচনী অঙ্গীকার, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং সামাজিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।

 

প্রার্থী তসলিম খান জানিয়েছেন, তার এলাকা ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে এবং যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করা হবে। তিনি বলেন,“কোনও মূল্যে ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করব। যুবরাই আমাদের ভবিষ্যৎ; তাদের মাদকের কবল থেকে রক্ষা করাই আমার প্রথম অঙ্গীকার।”

 

স্থানীয়রা মনে করছেন, একজন নেতা যে সবসময় সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে থাকে, তাকে সংসদে পাওয়া এলাকার জন্য আশীর্বাদ। বয়স্ক ভোটাররা বলেন, “তসলিম খান সবসময় আমাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানে এগিয়ে আসেন। সংসদে তার থাকা আমাদের জন্য বড় প্রাপ্তি হবে।” তরুণরা তাকে মাদকবিরোধী পরিকল্পনা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য জনপ্রিয় নেতা হিসেবে দেখছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, “আমরা চাই এমন একজন নেতা যিনি শিক্ষার মান উন্নয়নে সাহায্য করবেন এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলবেন।” মহিলাদের মধ্যেও তার প্রতি আস্থা দৃঢ়; একজন স্থানীয় মহিলা বলেন, “সাধারণ মানুষের পাশে থাকা একজন প্রার্থীকে আমরা চাই সংসদে, কারণ তিনি সত্যিই জনগণের জন্য কাজ করবেন।”

 

শিক্ষা ও যুবকল্যাণকে কেন্দ্র করে তসলিম খানের পরিকল্পনায় রয়েছে শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন, পাঠ্যক্রম-সংবলিত শিক্ষামূলক কার্যক্রম, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা এবং সম্প্রদায়ভিত্তিক প্রশিক্ষণ। এছাড়া, তিনি স্থানীয় প্রশাসন ও সমাজ সংগঠনের সঙ্গে সমন্বয় করে এলাকার সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

নির্বাচনী এলাকা জুড়ে প্রার্থীর সরাসরি যোগাযোগ, মানুষের পাশে থাকা এবং সামাজিক দায়বদ্ধতা তার জনপ্রিয়তা বাড়াচ্ছে। ভোটাররা আশাবাদী, তার নেতৃত্ব এলাকায় ন্যায়, নিরাপত্তা এবং উন্নয়নের দিশা দেখাবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban