শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার ঝালকাঠি-২ আসনে বিএনপির ইলেন ভুট্টো মাঠে জনপ্রিয়তার শীর্ষে ইসলামী দলের সিরাজী বরিশালে জনপ্রিয় ছাত্রদল নেতা সাকিবুল হক রাসেল
বরিশাল-২ আসনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আলী আকবর তালুকদার

বরিশাল-২ আসনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আলী আকবর তালুকদার

নিজস্ব প্রতিবেদক::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. আলী আকবর তালুকদার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং সংসদ সদস্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশা প্রকাশ করেছেন।

 

বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামের বাসিন্দা এ্যাড. আলী আকবর তালুকদার দীর্ঘদিন ধরে আইন পেশায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। জাতীয় পর্যায়ে আইন অঙ্গনের পরিচিত মুখ হিসেবে তিনি এবার রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন।

 

মনোনয়ন সংগ্রহের পর তিনি এলাকায় ফিরে স্থানীয় নেতা-কর্মী, সাধারণ মানুষ ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। উন্নয়ন, সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং তরুণদের কর্মসংস্থান— এসব ইস্যুকে প্রাধান্য দিয়ে নির্বাচনী পরিকল্পনা তৈরি করছেন বলে জানান তিনি।

 

এ্যাড. তালুকদার বলেন, “বরিশাল-২ আসনকে একটি আধুনিক, উন্নত ও নিরাপদ এলাকার রূপ দিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”

 

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা জানান, যোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং তৃণমূলের মতামত বিবেচনা করেই মনোনয়ন চূড়ান্ত করা হবে। স্থানীয় রাজনৈতিক মহলে এ্যাড. আলী আকবর তালুকদারের মনোনয়ন সংগ্রহকে এ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

 

আসন্ন নির্বাচনে বরিশাল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে স্থানীয় ভোটাররা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban