বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক:: আজ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারে মতো ইভিএমে ভোটগ্রহণ হবে। নির্বাচনী কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। আইনশৃংখলা বাহিনী মোতায়েনসহ সব ধরণের প্রস্তুতি শেষ করেছে কমিশন।
এদিকে, বরিশালে সুষ্ঠু ভোট হবে না বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। অন্যদিকে, সিলেট নির্বাচনে প্রচারণায় ও ভোটে অংশ না নিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আজ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এবারই প্রথম বরিশালে ইভিএমে ভোটগ্রহণ হবে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সকালে রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির শিল্পকলা একাডেমি থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেন।
বিসিসিতে ৭ মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৩০টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।