বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর দিকনির্দেশনায় একের পর এক মাদক বিরোধী সফল অভিযান করে যাচ্ছে ওসি ডিবি মনিরুজ্জামান। তারই ধারাবাহিকতায় গতকাল জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ চৌকস দল অভিযান পরিচালনার মাধ্যমে কাঠালিয়া থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারী আটক করেছে।
মাঃ হাসান হাওলাদার (২২), নামে ওই মাদককারবারী উপজেলার বিল ছোনাউটা গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে।
এ ঘটনায় আটক হাসান হাওলাদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে জানিয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি মো: মনিরুজ্জামান বলেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।