বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলা পুলিশের কল্যাণ সভায় নবাগত বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রবিবার (৬ অক্টোবর) সকালে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্স এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এ্যান্ড ফিনান্স) মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা।
এসময় প্রধান অতিথিসহ সকল পদমর্যাদার অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন। অতঃপর বিশেষ কল্যাণ সভা শেষে ঝালকাঠি পুলিশ অফিস সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক ও মতবিনিময় সভায় উপস্থিত হন ডিআইজি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা পুলিশের পক্ষ থেকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মইনুল হক, (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সকল থানা হতে আগত অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, টিআই, আরআই, আরও-১ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।