বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
মুলাদীতে অস্ত্র ও হত্যা মামলার আসামীমসহ ৭ জন গ্রেফতার

মুলাদীতে অস্ত্র ও হত্যা মামলার আসামীমসহ ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মুলাদীতে ২টি দেশীয় তৈরি পাইপগান, ৬টি কার্তুজ, ৩টি গুলির খোসা ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার ৩ আসামীমসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৬ সেপ্টেম্বর জেলার মুলাদী থানা পুলিশ হিজলা থানার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ভোলা জেলার কালীবাড়ি রোড এলাকার মৃত রেজ্জাকুল হায়দার চৌধুরী ছেলে হত্যা মামলার আসামি রাজীব চৌধুরী (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পরে আত্মরক্ষার্থে পুলিশও গুলিবর্ষণ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজীবকে গ্ৰেফতার করা হয়। একই সময় ঘরের অপর পাশ থেকে আরও একজন সন্ত্রাসীকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্ৰেফতার করা হয়। ঘরের মধ্যে থেকে পালানোর চেষ্টাকালে আরও চারজন দুষ্কৃতিকারীকে গ্ৰেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্ৰামের আবুল কালাম সরদার এর দুই ছেলে মোঃ কামাল সরদার (৪০), মোঃ জামাল সরদার (৩৫), একই এলাকার মুজাহার সরদারের ছেলে মোঃ মানিক সরদার (৪২) ও ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্ৰামের মোঃ আলম মীর (৫০), মোঃ মাসুম সরদার (২৬), মোঃ জুয়েল বেপারী (৩৫), মোঃ মেহেদী হাসান মাঝি (২২)।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, তাদের অবস্থানরত টিনের ঘর তল্লাশি করে ২টি দেশীয় তৈরী পাইপগান, ৬টি কার্তুজ, ৩টি গুলির খোসা, ৩টি স্প্রিংযুক্ত এসএস স্টীলের চিকন রড, ৩টি লোহার তৈরী রামদা, ৪টি কিরিচ উদ্ধার করা হয়। তারা অবৈধ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির জন্য জড়ো হয়েছিলেন।

এ জন্য তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban