রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার

নলছিটিতে র‍্যাব-৮’র অভিযানে বিএনপি নেতা হেলাল খান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগ করণের প্রধান পরিকল্পনাকারী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান’কে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

শনিবার (৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৫ টার দিকে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার নলছিটি থানার থানাধীন নলছিটি ডিগ্রি কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

জানাগেছে, গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমান হেলাল খান (৬৩) আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে নাশকতামূলক কর্মকান্ডের অংশ হিসাবে ভোটকেন্দ্রে অগ্নি সংযোগের পরিকল্পনা করে এবং সে মোতাবেক তার সহযোগীদের নিরাপত্তা বজায় রেখে অতি সতর্কতার সাথে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

তার নির্দেশনা মোতাবেক তার সহযোগীরা আজ রাতেই নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নস্থ প্রতাপ স্কুলের পাশে রক্ষিত খড় দিয়ে বর্ণিত স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে আগুন লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন।

এমতাবস্থায় র‌্যাব-৮ উক্ত নাশকতার বিষয়টি জানতে পেরে ছায়াতদন্ত করে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও, গ্রেফতারকৃত আসামী আনিসুর রহমান হেলাল (৬৩) এর নেতৃত্বে ঝালকাঠি জেলার নলছিটি থানার বিভিন্ন স্থানে ইতিপূর্বে একাধিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য যে, জিজ্ঞাসাবাদে উক্ত আসামী তার বিরুদ্ধে নাশকতার আরও একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করে। পরে আসামী’কে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban