বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন: নলছিটি থানার ঈশ্বরকাঠি গ্রামের মৃতঃ আঃ কাদের মল্লিকের পুত্র মো. কামরুজ্জামান মল্লিক (৫৩), ঝালকাঠি সদর উপজেলার তেরআনা গ্রামের মো. তোতা মিয়া হাওলাদারের পুত্র মো. মহিবুল্লাহ রাব্বি ওরফে নয়ন।
ওসি ডিবি মনিরুজ্জামান জানান, ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান সফল করতে গোয়েন্দা শাখার চৌকস দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে নলছিটি থানাধীন এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মো. কামরুজ্জামান মল্লিককে আটক করা হয়।
অপরদিকে পৃথক অভিযানে ঝালকাঠি থানাধীন এলাকা থেকে হইতে ২২০ গ্রাম গাঁজাসহ মো. মহিবুল্লাহ রাব্বি ওরফে নয়নকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।