বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
বরিশালে বাস চলাচল বন্ধ

বরিশালে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক::বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে লঞ্চ চলাচল অব্যাহত। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে নগর ও জেলার কোথায় কোনো বিএনপি বা জামায়াতের মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

এদিকে বরিশাল নদীবন্দর থেকে জেলার অভ্যন্তরীণ ও জেলার বাইরের বিভিন্ন রুটে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করছে। তবে স্বাভাবিক দিনের থেকে যাত্রী কিছুটা কম বলে জানিয়েছেন বরিশাল থেকে ভোলাগামী সোহাগী-১ লঞ্চের মাস্টার নয়ন।

তিনি বলেন, দূরপাল্লার বাস চলাচল কম থাকায় যাত্রীর সংখ্যা কম রয়েছে। তবে অফিস সময়ের সঙ্গে লঞ্চগুলোতে যাত্রী সংখ্যা আগের মতোই ছিল বলে জানিয়েছেন বন্দরের স্টাফরা।

এদিকে বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে সকাল সাড়ে সাতটার দিকে এক্সক্লুসিভ নামে একটি বাস ফরিদপুরের উদ্দেশে ছেড়েছে। এরপর থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যাত্রী চলাচল বন্ধ রয়েছে।

বেলা পৌনে ১২টার দিকে সাকুরার বরিশাল ডিপো ম্যানেজার আনিচুর রহমান জানিয়েছেন, বাস চলাচল বন্ধ রয়েছে। বিকেলের দিকে বাস চালু হতে পারে।

এ ছাড়া স্বাভাবিক নিয়মে সকাল থেকে বিআরটিসির বাসগুলো সব রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে, যাতে যাত্রীদের উপস্থিতি ছিল কম। সকাল থেকে বরিশাল নগরে ও উপজেলা সদরগুলোতে সিএনজি, মাহিন্দ্রা, অটোরিক্সাসহ সকল ধরনের থ্রি-হুইলার স্বাভাবিক নিয়মে চলাচল করছে। এমনকি বরিশাল নগর থেকে উপজেলাগুলোতে সমানে যাত্রী পারাপার করছে এসব যানবাহন।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করার পাশাপাশি স্কুল-কলেজ, ব্যাংক, অফিস-আদালত যথানিয়মে শুরু হয়েছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েনের পাশাপাশি সড়ক-মহাসড়ক ধরে র‌্যাব-পুলিশের টহল অব্যাহত রয়েছে।

বিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে, আর আইনশৃঙ্খলা বাহিনীরও অব্যাহত, নজরদারি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban