শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে জিরো টলারেন্স নীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ। বৃহষ্পতিবার (০১ জানুয়ারি) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত এক যুগান্তকারী মোবাইল কোর্ট অভিযানে চারটি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক দিকনির্দেশনা ও তদারকি করেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। এছাড়া মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে অভিযানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন।
“ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)” অনুযায়ী পরিচালিত এই অভিযানে চারটি অবৈধ ইটভাটা থেকে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে পরিবেশ বিধ্বংসী এসব ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়, যা পরিবেশ রক্ষায় এক সাহসী ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. তারেক আজিজ। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন), বরিশাল এবং ফায়ার সার্ভিস, বরিশাল-এর সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
পরিবেশ সচেতন মহল মনে করছেন, পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামের দূরদর্শী নেতৃত্ব ও সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীনের মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগের ফলেই বরিশাল অঞ্চলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন ধারাবাহিক ও ফলপ্রসূ অভিযান সম্ভব হচ্ছে। তাদের এই সাফল্য পরিবেশ সংরক্ষণে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।