শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন বেতাগী ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মাইনুল হাসান সজীব (৩৫) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, শনিবার (০৩ জানুয়ারি) গভীর রাতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মো: নাসিমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর বেলস পার্ক আনসার ক্যাম্পের সামনের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় অবস্থানরত অবস্থায় তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো: মাইনুল হাসান সজীব বরগুনা জেলার বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মো: খলিলুর রহমান খানের ছেলে এবং মিনু রহমানের সন্তান। পুলিশ জানায়, তিনি বর্তমানে বরিশাল মহানগরের বিসিসি ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলী হাউজিং এলাকার রোড নম্বর-১৩ এ অবস্থিত ‘সহোদর ভিলা’য় অবস্থান করছিলেন।
তবে পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ওই সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতেই মো: মাইনুল হাসান সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।