শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর রমনা থানা শাখার সাধারণ সম্পাদক আহসান হাসান (৩৩) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন এনেক্স ভবনের পেছনের এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং উক্ত এলাকা থেকে আহসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।
আহসান হাসান বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডস্থ বৈদ্যপাড়া এলাকার ‘হাসান ভিলা’র বাসিন্দা। তিনি প্রয়াত আলী আহম্মদ সরদারের ছেলে এবং ফিরোজা বেগমের সন্তান।
পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তা দমনে আহসান হাসান সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা এবং বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে আহসান হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”