শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : : বরিশাল মহানগর বিএনপির ১৫ নং ওয়ার্ডের সদস্য মো. সিদ্দিকুর রহমানের বহষ্কিারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্যপদ পুর্নবহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
কেন্দ্রীয় সিদ্ধান্তে একই সঙ্গে বরিশাল মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনরে আরও ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ।
বিএনপির কন্দ্রেীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও ঐক্য সুদৃঢ় করার র্স্বাথে বহষ্কিারাদশে প্রত্যাহার করে সংশ্লষ্টিদরে প্রাথমকি সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এই তালিকায় রয়েছেন, বরিশাল মহানগর বিএনপির সাবকে সহ-সভাপতি ও ২৪ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: ফিরােজ আহমেদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: ফরিদ উদ্দিন হাওলাদার , বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু,
এছাড়া বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৩০ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন, বরিশাল মহানগর মহিলা দলরে সাবেক সহ-সভাপতি মোসাঃ জেসমিন সামাদ শিল্পী, ১৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো: সিদ্দিকুর রহমান, মো: কামরুল আহসান রুপন এবং ১৮ নং ওর্য়াড বিএনপি সদস্য মো: জাবের আব্দুল্লাহ সাদী।
উল্লেখ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার পরপরই তারা সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে অংশগ্রহণ করে দোয়া মোনাজাতে করেন।
দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে দলীয় সকল শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকারের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।