বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে মোবাইল ব্যাংকিং নগদ লিমিটেডের বিপুল অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৬ জুলাই) কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন কোম্পানিটির বরিশাল ও বাকেরগঞ্জ অঞ্চলের ডিস্ট্রিবিউটর ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম।
অভিযুক্ত হলো- নগরীর ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা সাগরদী দরগা বাড়ি এলাকার রক্তন আলী খানের ছেলে মোঃ মেহেদী হাসান। তিনি ঐ কোম্পানির ডিএসও পদে কর্মরত রয়েছে।
অভিযোগে রফিকুল জানান, আমি বরিশাল ও বাকেরগঞ্জ অঞ্চলের মোবাইল ব্যাংকিং নগদ লিমিটেডের ডিস্ট্রিবিউটার হিসাবে কর্মরত রয়েছি।
অভিযুক্ত মেহেদি আমার ডিস্ট্রিবিউটারের ডিএসও পদে দুই বছর ধরে কর্মরত আছে। গত ০৫/০৬/২৫ তারিখ আমার ডিস্ট্রিবিউটারের ১ লাখ ২০ হাজার টাকা জমা না দিয়া নিজেই উক্ত টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে টাকার বিষয় মেহেদীর বাবা ও তার স্কুল শিক্ষক, প্রতিবেশীরা পরিশোধের প্রতিশ্রুতি দেয়।
তিনি আরও জানান, ১৬ জুলাই রুপাতলী হাউজিং এস্টেট এলাকায় আমার ডিস্ট্রিবিউটারের অফিস থেকে টাকা কালেকশনের জন্য রওনা হয়ে যায় মেহেদি। এরপর তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার কাছে সারাদিনের কালেকশনের সর্বমোট ৫ লাখ ২৫ হাজার টাকা রয়েছে। অভিযুক্ত মেহেদীর সাথে আমার অফিসের ম্যানেজার ও সুপারভাইজার মোবাইল ফোনের মাধ্যমে ঐদিন সন্ধ্যার দিকে যোগাযোগ হলে তিনি মুঠোফোনে জানায়, ১০ মিনিটের মধ্যে অফিসে আসবে । কিন্ত অধিক সময় অতিবাহিত হলেও সে আর অফিসে ফিরে আসেনা। তাকে খোঁজাখুজি করলেও পাওয়া যায়নি। আমার সাথে প্রতারণা মাধ্যমে অফিসের টাকা নিয়ে পালিয়েছে মেহেদী। অর্থ ফিরে পেতে ও মেহেদীর বিরদ্ধে ব্যবস্থা গ্রহণে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি। এ বিষয়ে জানতে অভিযুক্ত মেহেদীর সাথে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।