রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করে বাউন্ডারি নির্মাণ

বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করে বাউন্ডারি নির্মাণ

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে আদালতের নির্দেশ অমান্য করে এক হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে।

শুক্রবার ও শনিবার (২১/২২ নভেম্বর) পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মিঠুন চন্দ্র সাহার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। সরেজমিনে গেলে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় লুৎফর খান গংদের পরিবারের সঙ্গে মিঠুন চন্দ্র সাহার বিরোধ চলছিলো।

বিরোধের জেরে ২০২৪ সালের মার্চ মাসে লুৎফর খান ও তার ভাগিনা মাহামুদ ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে  ৩০-৪০ জন আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে মিঠুন চন্দ্র সাহার জমির গাছ কেটে ওয়াল নির্মাণ করে। ওই ঘটনায় মিঠুন চন্দ্র সাহা বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে লুৎফর খান এর বিরুদ্ধে ১৪৪/১৪৫ ধরায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় আদালত সম্প্রতি সময়ে মিঠুন চন্দ্র সাহার পক্ষে রায় দিলে তারা তাদের সম্পত্তি ভোগ দখলে যাওয়ার চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে মিথ্যে একটি চাঁদা দাবীর অভিযোগ তুলে থানা একটি মামলা দায়ের করেন লুৎফর খান। মিঠুন চন্দ্র সাহা বলেন, আমাদের ভিটামাটি অবৈধ ভাবে দখল করে নিয়ে লুৎফর খান তাদের লোকজন দিয়ে গতবছর একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছিল। তখন আমরা আদালত একটি মামলা করি।

ওই মামলায় আমাদের পক্ষে রায় আসলে লুৎফর খান এখন নুতুন করে গত দুই দিন ধরে কলম দিয়ে স্থায়ী বাউন্ডারি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এবং আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ঘর ছাড়া করেছে। বর্তমানে  বাড়িতে আমার মা ও মেজ চাচি রয়েছেন প্রতিপক্ষ লুৎফর খান গং কাজ করে জানিয়ে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে কাজ বন্ধ করার চেষ্টা করে।এমন সময় পুলিশের উপস্থিতি উক্ত মামলায় আসামি করবে আমার মেজ চাচি কে বলে হুমকি দেয় লুৎফর খান।

আমার মেজ চাচি ষাটোর্ধ্বের উপরে বয়স মহিলা মানুষ তাছাড়া সে বিভিন্ন রোগে রোগান্নিত তাকে এভাবে হুমকি তাহলে আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা এদেশের নাগরিক না, বিগত আওয়ামী সরকারের আমলে আমাদের উপর হামলা করেছে যাহারা মামলা চলমান রয়েছে। গত ২৪শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার পালিয়ে গেছে, দেশ পরিবর্তন হয়েছে, ধারনা করেছি এখন স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারবো , আদালতের রায় পাওয়া সত্বেও আমার বা-দাদার সম্পত্তিতে জেতে পারছিনা, তবে কি দেশ থেকে চলে যেতে হবে,আমরা কি এদেশে থাকতে পারবোনা। আমার পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এছাড়াও আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে যে মিথ্যা মামলাটি করেছেন, পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করলে এরকম কোনো ঘটনার সত্যতা পাবে না। আমি এবিষয়েপ্র শাসনের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি। লুৎফর খান বলেন, আমি ক্রয়সূত্রে এই জমির মালিক। মিঠুন চন্দ্র সাহারা এই জমির মালিক দাবি করলেও তারা এখানে জমি পাবে না। তাদের জমি অন্য দাগে রয়েছে।

এবিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের রায়ের কপি পেয়ে দুই পক্ষের নোটিশ পাঠানো হয়েছিলো, বাদী পক্ষ নোটিশ গ্রহণ করেছে , বিবাদী পক্ষ নোটিশ গ্রহণ করতে রাজি হননি।

মিঠুন সাহা গত দু’দিন আগে বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলছে, এরকম একটি সংবাদ জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে,তাৎক্ষণিকর  ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম কিন্তু, সেখানে উল্লেখ্য কাউকে পাওয়া যায়নি। এজাহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন লুৎফর রহমান নামে ঐদিন  রাতে একজন এজাহার দায়েরের করেছেন আমরা মামলা নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban