বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে ৭৭ পাউন্টের কেকে কেটে প্রধানমন্ত্রী’র জন্মদিন পালিত বরিশাল সিটি কলেজের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ৭৭ পাউন্ডের একটি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কলেজের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান খান।
রবিবার দুপুরে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এ্যাড. দেলোয়ার হোসেন মুন্সি, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মিজানুর রহমানসহ অনন্যরা।
আলোচনা সভার শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।