বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
ছবি ও লেখাঃ মোঃ সাফায়েত হোসেন শান্ত::
শহরের বিভিন্ন রাস্তাঘাট, লঞ্চঘাটের ছাওনি, হোটেল-রেষ্টুরেন্ট, অফিস-আদালতের সামনে ওদের বিচরণ, দিনরাত জীবন যাপন। এসব শিশুরা বেড়ে উঠেছে অধিকার বঞ্চনার অনিশ্চিত জীবনকে সঙ্গী করে।
আশ্রয়হীনতা, দরিদ্রতা, জন্ম পরিচয় না থাকার কারনেই ওরা পথ শিশু হিসেবে গন্য হচ্ছে। মৌলিক অধিকার বঞ্চিত এসব শিশুরা দেশের বোঝা হয়ে অনিশ্চিত ও নিরাপত্তাহীনতার মাঝে বেড়ে উঠেছে।
পরবর্তীতে তারা চুরি, ডাকাতি, ছিনতাই এর মত অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় এসব শিশুদের পুর্নবাসন, তাদের জন্য কর্মমূখী শিক্ষার ব্যবস্থা করা গেলে এসব শিশুরা হয়ত সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারবে।