বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইন্টিফিক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ২ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে সাইন্টিফিক উপকরণ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, উপজেলা প্রশাসনের নাজির মোঃ মনির হোসেন সহ আরও অনেকে।
সাইন্টিফিক উপকরণ পাওয়া প্রতিষ্ঠান গুলো হলো: প্রাথমিক স্তর- বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: নূরুন নাহার। উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: আবদুর রহমান পক্ষে সহকারী শিক্ষক সবুজ রক্ষিত। বোরহানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপ্না আচার্য্য। উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: শিল্পী মিস্ত্রী।
মাধ্যমিক স্তর- কুতুবা মাধ্যমিক বিদ্যালয় প্রধান: মিসেস নাজমুন নাহার পক্ষে সহকারী শিক্ষক বিশ্বজিৎ দে।মানিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: মোহাম্মদ ফারুক পক্ষে মোহাম্মদ বশির আহাম্মেদ। কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিন।