বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
শাহিন আকন:: বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক দূতাবাস প্রাঙ্গনে গত (১৮ এপ্রিল) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঙ্গালীদের প্রাণের উৎসব বাংলা শুভ নববর্ষ-১৪৩২ বরন করা হয়েছে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী-তাদের পরিবারবর্গ, কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশী এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উক্ত বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্ষবরণ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গনে বৈশাখী সাজ-সজ্জা,পিঠাপুলির প্রদর্শনী এবং বাঙালির ঐতিহ্যের বিভিন্ন ধরনের খাবারে আয়োজন সহ বাংলা ও বাংলাদেশের ক্ষুদ্র শিল্পীগোষ্ঠীদের সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হয়।