নিজস্ব প্রতিবেদক:: পটুয়াখালীর মহিপুরে ট্রলারের মাঝি হত্যার ঘটনায় দীর্ঘদিনের পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকিরকে গ্রেফতার করেছে র্যাব-৮। বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন পশ্চিম সাজুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ০৪ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর। র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, মহিপুর এলাকার শহিদুল ইসলাম ট্রলারের মাঝি হিসাবে জিবিকা নির্বাহ করতো। স্থানীয় মৃত আমজেদ আলী ফকিরের ছেলে মোঃ সোহেল ফকির (৩৪) শহিদুলের পরিচালনাধীন ট্রলারের জেলে ইব্রাহিমের কাছে ২৪০০ টাকা পাবে বলে দাবী করে। উক্ত টাকার জন্য সোহেলসহ তার সহযোগীরা শহিদুল ইসলামকে অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে।
শহিদুল বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানায়। এতে তারা শহিদুল ইসলামের উপর আরো ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ২৬ জুন শহিদুলকে দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে সোহেল ও তার সহযোগীরা। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মৃতের ভাই রাসেল হাওলাদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য অভিযুক্ত সোহেল ফকিরের বিরুদ্ধে মাদকসহ আরো একাধিক মামলা রয়েছে।
বিষয়টি র্যাব-৮ আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই প্রেক্ষিতে ৩ ডিসেম্বর রাতে মামলার প্রধান অভিুক্তকে আটক করে র্যাব। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়।