শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশের মতো ঝালকাঠিতেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। এর অংশ হিসেবে নলছিটি থানার আওতাধীন বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রায়াপুর এলাকার ‘নতুন বাসস্ট্যান্ড’ সংলগ্ন কালিজিরা সেতুর ঢালে ধারাবাহিকভাবে চেকপোস্ট বসানো হয়েছে।
তবে ঢালু ও ব্যস্ততম এই মহাসড়কে চেকপোস্ট স্থাপন করায় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। বিশেষ করে ভারী যানবাহন চলাচল ও রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায় বলে অভিযোগ তাদের। তারা চেকপোস্ট কার্যক্রম চালু রাখার পক্ষে থাকলেও, ঢালে নয়-নিরাপদ অন্য স্থানে চেকপোস্ট স্থানান্তরের দাবি জানিয়েছেন।
যশোরগামী ট্রাকচালক ছালাম বলেন, “এই ঢালে চেকপোস্ট থাকায় গাড়ি থামানো কঠিন। হঠাৎ ব্রেক করলে পিছন থেকে ধাক্কা লাগার আশঙ্কা থাকে। নিরাপদ স্থানে চেকপোস্ট হওয়া দরকার।”
বাসচালক ওসমান ফারুক জানান, যাত্রী নিয়ে চলার সময় হঠাৎ ঢালে থামতে হলে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। ব্রিজের ঢালে চেকপোস্ট রাখা উচিত নয়।
অটোরিকশাচালক রিপন বলেন, “ঢালু রাস্তায় হঠাৎ থামার কারণে আমাদের মতো ছোট যানবাহন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।”
মাহেন্দ্র চালক সোহেল রানা জানান, বিশেষ করে রাতে এই চেকপোস্টে থামা খুবই বিপজ্জনক। দ্রুত নিরাপদ ব্যবস্থা নেওয়া দরকার।
মোটরসাইকেল চালক আসলাম তালুকদার বলেন, “ঢালু মহাসড়কে চেকপোস্ট থাকায় মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়ে। নিরাপত্তার স্বার্থে স্থান পরিবর্তন করা জরুরি।
নাম প্রকাশে অনিচ্ছুক চেকপোস্টে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, “চেকিং কার্যক্রম চলাকালে আমাদেরও দুর্ঘটনার ঝুঁকি থাকে। নিরাপদ স্থানে চেকপোস্ট সরানো হলে সবার জন্যই ভালো হবে।
এ বিষয়ে ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, জননিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এই চেকপোস্ট দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।