শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার ঝালকাঠি-২ আসনে বিএনপির ইলেন ভুট্টো মাঠে জনপ্রিয়তার শীর্ষে ইসলামী দলের সিরাজী বরিশালে জনপ্রিয় ছাত্রদল নেতা সাকিবুল হক রাসেল
বরিশালে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশালে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের মহানগরের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আমানুল ইসলাম রাকিব কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর মহসিন মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) গোলাম মোঃ নাসিম হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মহসিন মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এর আগে একই দিন দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল কেডিসি এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।

 

পুলিশের দাবি, গ্রেফতারকৃত আমানুল ইসলাম রাকিব কে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেন। পাশাপাশি তার বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরসহ একাধিক মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban