শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রবাসীর স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বাবা-মায়ের বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
ভুক্তভোগী নারী মোসা. ইয়াসমিন বেগম (৩৩) নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রামের বাসিন্দা এবং প্রবাসী শ্রমিক মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী গত ১৭ জুলাই ২০২৫ তারিখে মালদ্বীপে কর্মরত অবস্থায় গেলে একই গ্রামের প্রতিবেশী মো. আবু ওরফে সুমন (২৫) তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতে থাকে। প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক তাকে ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি অভিযুক্তের বাবা আবদুল খালেক হাওলাদার (৬০) ও মা মোসা. রুবিনা বেগম (৫৫)-কে জানানো হলে তারা বিষয়টি গোপন রাখতে চাপ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরবর্তীতে ভুক্তভোগীর স্বামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশে ফিরে আসেন। তিনি বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে বলে অভিযোগ রয়েছে।
গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভুক্তভোগী নারী একা থাকার সুযোগে অভিযুক্ত মো. আবু ওরফে সুমন তার বসতঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে এবং শ্লীলতাহানি করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি চলাকালে ভুক্তভোগীর স্বামী বাড়িতে ফিরে আসলে অভিযুক্ত সামনের দরজা দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে নলছিটি থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।