বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: শুক্রবার (৮ ডিসেম্বর) নলছিটি উপজেলা পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। নলছিটি উপজেলা মুক্তিযোদ্বা সংসদ ও সন্তান কমান্ড এ-র উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়।
দপদপিয়া ইউনিয়ন মুক্তিযোদ্বা সংসদ কমান্ড ও সন্তান কমান্ড এর নেতৃত্বে তিনশত বীর মুক্তিযোদ্ধার সন্তান রা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
সন্তান কমান্ডের নেতৃত্বে ছিলেন সভাপতি মোঃ সেলিম সিকদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব সিকদার সহ সন্তান কমান্ডের নেতৃবৃন্দা। অনুষ্ঠান উদযাপিত করতে সার্বিক সহযোগিতা করেন মোঃ মনিরুজ্জামান মনির। প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি।