রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিএনপির মাসুম ও সাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল বরিশাল বিএনপির ফরিদ উদ্দিন ও সেলিনা বেগমে’র বহিষ্কারাদেশ প্রত্যাহার, সাবেক সদস্যপদ পূর্ণবহাল বরিশাল বিএনপির ফিরোজ সিদ্দিক রুপনসহ ১২ নেতার সদস্যপদ পুনর্বহাল  ঝালকাঠিতে ব্যবসায়ী ও সমাজসেবক মনুকে ফাঁসাতে ষড়যন্ত্র-অপপ্রচার বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার রাজাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় শোকের দিনে উল্লাস  ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক অবৈধ ইটভাটায় কঠোর বার্তা পরিবেশ অধিদপ্তরের, চার ভাটায় মোটা অঙ্কের জরিমানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক বরিশালে দত্তক নেওয়া শিশুকে দীর্ঘদিন নির্যাতনের অভিযোগ, নারী গ্ৰেফতার
বরিশাল জেলা বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে ৮ পদে রদবদল

বরিশাল জেলা বাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে ৮ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক’সহ
৮ পদে রদবদল হয়েছে। কমিটি গঠনের ছয় মাসের মধ্যে এই রদবদল হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ২৪ ফেব্রুয়ারী গঠিত হয় বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ১৭ সদস্য বিশিষ্ট কার্য্য নির্বাহী কমিটি। মোঃ নাসির উদ্দিনকে সভাপতি ও মানিক হাওলাদারকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

তবে পরিবর্তীত পরিস্থিতির কারনে বেশ অনেকদিন যাবত সাধারণ সম্পাদকসহ কমিটির ৮ জন সদস্য ইউনিয়ন অফিসমুখি হচ্ছেননা। এমনকি ইউনিয়নের কোন কার্যক্রমেও অংশগ্রহন করছেন না। তাই গত ২৫ আগষ্ট ইউনিয়নের রূপাতলি বাস টার্মিনাল ভবন অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নে অনুপস্থিত থাকা সদস্যদের বিপরীতে নতুন সদস্য নেয়ার সিদ্ধান্ত হয়। যা রেজুলেশনের মাধ্যমে অনুমোদন করা হয়।

ওই নতুন আট জন হলেন, নির্বাহী সভাপতি মোঃ মাসুদ মোল্লা, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির হাওলাদার ও মোঃ কবির হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আবেদ মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, লাইন সম্পাদক মোঃ জামাল সিকদার ও মোঃ মিজানুর রহমান খান।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহামুদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ রানা, সহ-প্রচার সম্পাদক মোঃ পিয়াল শেখ, কোষাধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সমাজকল্যান সম্পাদক মোঃ সুরুজ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মামুন অর রশিদ ও কার্য্যনির্বাহী সম্পাদক মোঃ সোহাগ মৃধা। ইউনিয়নের সভাপতি মোঃ নাসির উদ্দিন জানান, মাত্র ৬ মাস আগে এ কমিটি গঠন করা হলেও সম্প্রতি দেশের উদ্ভুত পরিস্থিতির কারনে নির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আট জন আর ইউনিয়নমুখি হচ্ছেন না।

তাই ইউনিয়নের কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সাধারণ সদস্যদের মধ্য থেকে অনুপস্থিত থাকা গুরুত্বপূর্ণ ৮ টি পদে নতুন নেতৃত্ব নেয়া হয়েছে। নতুন সদস্যদের কোয়াব করার পর এই কমিটি ইতোমধ্যে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে জমা দেয়া হয়েছে। উল্লেখ্য যে রূপতলী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীনকে গত ১২/০৮/২০২৪ তারিখে জিম্মি করে অবৈধ কাগজপত্র তৈরি করে সাধারণ সম্পাদক দাবি করে আসছিলো কালাম’ ওরফে নাতী কালাম।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban