বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অস্থিতিশীলতা ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ঝালকাঠি‑১ নির্বাচনে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী তসলিম খান বরিশালে আরিফ মেমোরিয়াল হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের হিজলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ, নেপথ্যে শিক্ষা কর্মকর্তা জলবায়ু কর্মী সোহানকে নিশানা করে অপ-প্রচার বরিশালের শ্রেষ্ঠ ওসি হলেন একে আজাদ বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে মিজান মোল্লার মোটর সাইকেল শোডাউন বরিশাল নগরীতে সিসা দূষণ প্রতিরোধে র‍্যালি-মানববন্ধন বরিশালে রাজপথের সাহসী ছাত্রদল নেতা ফেরদৌস 
ওপেন হাউস ডের মূল উদেশ্য হচ্ছে নাগরিক ও পুলিশের মধ্যে সেতু বন্ধন তৈরী করা : পুলিশ কমিশনার

ওপেন হাউস ডের মূল উদেশ্য হচ্ছে নাগরিক ও পুলিশের মধ্যে সেতু বন্ধন তৈরী করা : পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ওপেন হাউস ডের মূল উদেশ্য হচ্ছে নাগরিক ও পুলিশের মধ্যে সেতু বন্ধন তৈরী করা। এছাড়া নগরীর সবার মতামত নিয়ে আইন শৃঙ্খলা রক্ষ্যায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ওপেন হাউস ডের মাধ্যমে আমরা সরসারি সাধারন জনগণের কথা শুনে ব্যবস্থা নিতে পারি। এ ব্যাপারে সকলকে সহযোগিতার আহবান জানান পুলিশ কমিশনার।

বুধবার (১৩ নভেম্বর) বরিশাল কোতোয়ালী মডেল থানায় বরিশালে জনসাধারণের উপস্থিতিতে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন পুলিশ কমিশনার।

এসময় উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলে, উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এবং কোতোয়ালী থানায় প্রতি মাসের ১৩ তারিখ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে বলেও জানান কমিশনার।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত ওপেন হাউজ ডে তে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আলী আশরাফ ভূঞা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী) এম আর শওকত আনোয়ার ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ

এছাড়াও অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত ওপেন হাউজ ডে তে আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আলী আশরাফ ভূঞা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রণয় রায়,সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী) এম আর শওকত আনোয়ার ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধরনের সেবা প্রত্যাশী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক দল বিএনপির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban